ব্যবসায়ী নিশান হত্যা: সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামসহ আসামি দুই শতাধিক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশান খান (৩৭) নামে সাভারে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান আসামি করে ২২০ জনের বিরুদ্ধে শনিবার সকালে মামলা করা হয়েছে।
নিশান খান চাঁদপুর সদরের দামুদরদি গ্ৰামের মৃত খন্দকার আব্দুল মালেকের ছেলে। তিনি সাভারের বিনোদবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
মামলার বাদী নিহতের স্ত্রী চাঁদপুরের ঝামোন তুজ জোহরা। সাভার মডেল থানার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।