Logo
Logo
×

সারাদেশ

পাবনায় যৌথবাহিনীর অভিযানে জিএসজি একে-৪৭ উদ্ধার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

পাবনায় যৌথবাহিনীর অভিযানে জিএসজি একে-৪৭ উদ্ধার

পাবনার বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (জার্মানিতে তৈরি) উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার বনগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। 

এ ছাড়া দুটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।

বেড়া মডেল থানার ওসি রাশিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে জেলার সাঁথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) এর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ওই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানায় হস্তান্তর করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম