যৌথবাহিনীর অভিযানে নাটোরে যুবলীগ সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
ছবি: যুগান্তর
নাটোরে জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- একটি ভারতীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তল হোল্ডার এবং একটি অস্ত্রের সিলিং।
পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ কাজী জালাল উদ্দিন জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে ভোরে শহরের কানাইখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যুবলীগ সভাপতির বাড়িতে একটি কাঠের আলমারীর ভেতর থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্রগুলো নাটোর থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে নাটোর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
অভিযানের সময় যুবলীগ সভাপতিকে বাড়িতে পাওয়া যায়নি। ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে বাধাসহ এর আগে হামলা নির্যাতনের কারণে তার বিরুদ্ধে নাটোর থানায় বেশ কয়েকটি মামলা করেছে ভুক্তভোগীরা।