Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে বৃদ্ধা আশালতা দাশ (৭৫) হত্যা মামলায় বিশ্বজিত কুমার বিশ্বাস (২৯) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিশ্বজিত কুমার রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত কুমার বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে আশালতাকে পাংশা উপজেলার সরিষা গ্রামের নিজ বাড়িতে হত্যা করা হয়। পরদিন সকাল ৭টার দিকে পাংশা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই দিন নিহতের জামাতা স্বজন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী শেখ যুগান্তরকে বলেন, আসামি বিশ্বজিত কুমার দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের আবেদন করবেন বলে জানান আসামির পরিবারের সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম