Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার হাসিনা মমতাজ নামে এক শিক্ষক বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী হাসিনা মমতাজ একটি কলেজের শিক্ষক। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়,  ৪ আগস্ট কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। সাংবাদিকরা এই সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরেননি। হামলায় প্ররোচনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয় বিবাদীদের। 

তবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম যুগান্তরকে বলেন, এই মামলায় যিনি বাদী হয়েছেন তাকে অপকর্ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ থেকে পদত্যাগে বাধ্য করেন বলে আমরা জানি। তিনি কার প্ররোচনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকসহ মূলধারার গণমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন তা আমরা খতিয়ে দেখছি।

অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা মামলায় সাংবাদিকদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম