আবু সাঈদের কবর জিয়ারতে রংপুরে মুক্তিযোদ্ধারা
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের নেতৃত্বে বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত, দোয়া, অর্থিক অনুদান প্রদান ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এরপর বিকালে রংপুর মহানগরীর লালবাগ বালাপাড়া এলাকায় দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।
সভায় রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রওশন আলী ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবলু, সাবেক এমপি আব্দুল বাকি সরকার, ওবায়দুল ইসলাম, জহুরুল আলম রুকু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নওগাঁ জেলার সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও জিয়া পরিষদের উপদেষ্টা ময়েন উদ্দিন ময়েনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি খায়রুল আনাম, আব্দুল বাকি, রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন আলাউদ্দিন।
এরপর নেতারা বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও রংপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য করেন।