Logo
Logo
×

সারাদেশ

দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি খোঁজার সিদ্ধান্ত দুদকের

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি খোঁজার সিদ্ধান্ত দুদকের

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি খোঁজার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সূত্রে জানা যায়, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের অভিযোগ রয়েছে। এছাড়া নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটিএর জমি দখল, আত্মীয়-স্বজনের নামে সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ রয়েছে। 

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে জমিসহ ৩ কোটি ১৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিদেশেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন দুর্জয়।

সূত্রমতে, দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) উত্তম কুমার মন্ডল গত ৪ সেপ্টেম্বর দুদকের মহাপরিচালকের (বিশেষ তদন্ত) কাছে অভিযোগটি অনুসন্ধানের জন্য পত্র প্রেরণ করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম