পাবনায় প্রকাশ্যে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
![পাবনায় প্রকাশ্যে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/04/image-846953-1725424638.jpg)
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু, মঞ্জু প্রামাণিক নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারপরে বিস্তারিত বলা যাবে।