Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে পোস্টমাস্টারের আত্মসাৎ করা দুই লাখ টাকা ফেরত পেল গার্মেন্টসকর্মী স্বপ্না

Icon

আব্দুল মালেক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ এএম

শ্রীপুরে পোস্টমাস্টারের আত্মসাৎ করা দুই লাখ টাকা ফেরত পেল গার্মেন্টসকর্মী স্বপ্না

গাজীপুরের শ্রীপুরে পোস্ট অফিসে গার্মেন্টসকর্মীর তিন বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট (এফডিআর) করা পোস্টমাস্টার কর্তৃক আত্মসাৎ করা দুই লাখ টাকা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের সহায়তায় ফেরত দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পোস্ট অফিসের সামনে শতাধিক ছাত্র-জনতার সামনে ক্ষমা চেয়ে গার্মেন্টসকর্মী স্বপ্না আক্তারের কাছে টাকা ফেরত দেন উপজেলা পোস্টমাস্টার ফাইজুদ্দিন।

জানা গেছে, ২০২০ সালে শ্রীপুর পোস্ট অফিসে ৩ বছর মেয়াদী টাকা রাখার পর ২০২৩ সালে মেয়াদপূর্তি হলে লাভসহ টাকা আনতে গেলে ২০২৪ সালে লাভের ৬০ হাজার টাকা দিয়ে আসল টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয়। কিছু দিন পর আসল ‍দুই লাখ টাকা আনতে গেলে পোস্ট মাস্টার ফাইজুদ্দিন স্বপ্নাকে সব টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানালে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ বিষয়ে স্বপ্না থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা মেলেনি। পরে  স্বপ্না স্মরণাপন্ন হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তারা গিয়ে পোস্টমাস্টারকে বললে গড়িমসি করেন পোস্টমাস্টার। অবশেষে সোমবার সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে পোস্টমাস্টার ফাইজুদ্দিন বলেন, আমার ভুল হয়েছে, এই ভুলের জন্য আমি ক্ষমা চাই এবং আমি আর কখনও এ অফিসে আসব না।

ভুক্তভোগী স্বপ্না বলেন, আমার কষ্টার্জিত টাকা পোস্ট অফিসে রেখেছিলাম। সেটি আত্মসাৎ করতে চেয়েছিল পোস্টমাস্টার। কিন্তু ছাত্র জনতার সহায়তায় আমি সেই টাকা ফেরত পেয়েছি। আমি ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞ থাকবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারিনা আফরিন সারা বলেন, কোনো অনিয়ম, বৈষম্য করতে দেওয়া হবে না। যেখানে অনিয়ম, দুর্নীতি হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম