Logo
Logo
×

সারাদেশ

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনের

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ এএম

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনের

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার সুজনেরকুটি গ্ৰামে এই ঘটনাটি ঘটে। 

নিহতরা হলো- ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে সিফাত (৬) এবং রিয়া মনি (১০) ।

এলাকাবাসী জানান, বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায় দুই ভাই-বোন। খেলাধুলা করার এক পর্যায়ে  সিফাত (৬) পুকুরের পানিতে পড়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে। তাকে বাঁচাতে বোন রিয়া মনি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে ভাই বোনকে জড়িয়ে ধরলে দুইজনেই পানিতে ডুবে মারা যায়। সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ছেলে সিফাতের মৃতদেহ পানিতে ভাসতে দেখে। পরে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা সিফাতের মরদেহ উদ্ধার করে। তারপর মেয়ের পায়ের স্যান্ডেল পুকুর পাড়ে দেখতে পায় এবং সন্দেহ করে পুকুরের পানিতে তার মেয়ের মৃতদেহও আছে। পরে পুকুরে  জাল ফেলে মেয়ে রিয়া মনির মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানান, ঘটনাটি খুবই দু:খজনক। পুলিশ সেখানে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম