Logo
Logo
×

সারাদেশ

দেশের সব বন্ধ পাটকল চালুসহ ৯ দফা দাবি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

দেশের সব বন্ধ পাটকল চালুসহ ৯ দফা দাবি

ছবি: সংগৃহীত

দেশের বন্ধ পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধসহ ৯ দফা দাবি জানিয়েছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খোদা।

তাদের দাবিগুলো হচ্ছে, সব রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করা, দ্রুত সময়ের মধ্যে উলি­খিত ৫টি মিলের শ্রমিকদের বকেয়া পাওনাসহ ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী ৯টি উৎসব বোনাসের ডিফারেন্স বা বর্ধিত অংশ পরিশোধ করা, মাথাভারী প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার করা, ইতোমধ্যে লিজ দেওয়া পাটকলগুলোর চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা, ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট কার্যকর করা, কাঁচা পাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা করা, ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, শিশু শ্রম, নিয়োগ বন্ধ এবং দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যেসব ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা এবং খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম