মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আজাদ গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ এএম
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদু্যত্ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতারবাড়ী বিদু্যত্কেন্দ্র থেকে পাচারকালে নেৌবাহিনীর একটি টিম বিদু্যত্কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ২টি কনটেইনারে থাকা কেবল জব্দ করে।
এ সময় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এমডি আবুল কালামসহ অনেকের নাম বেরিয়ে আসে। পরে এমডি আবুল কালাম আজাদসহ ৮ জনকে আসামি করে মামলা হয়। মামলায় আবুল কালাম আজাদকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বলে মহেশখালীতে কর্মরত নেৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রকল্পের স্কর্্যাপ-তামা কেবল চুরির সিন্ডিকেটের প্রধান হয়ে কাজ করেছিলেন গ্রেফতার এমডি আবুল কালামসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। সেই সিন্ডিকেট স্থানীয় মাতারবাড়ীর কয়েকজন ব্যবসায়ী জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে।