Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে পোশাক কারখানায় শ্রমিক নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম

ধামরাইয়ে পোশাক কারখানায় শ্রমিক নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঢাকার ধামরাইয়ে ডুলিভিটা স্নো টেক নেটওয়ের পোশাক কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে রোববার ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা কর্মীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল। এতে বিশাল যানজটের সৃষ্টি হয়। 

আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছে সংশি্লষ্ট সূত্র। 

সকালে স্নোটেক আউটার নেটওয়ার লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক নিয়োগ চলছিল। নিরাপত্তা কর্মীরা ঊর্ধ্বতন কতর্ৃপক্ষের নির্দেশে প্রথমে নারী শ্রমিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ কারখানার ভেতরে প্রবেশ করান। এতে বাধা দেন চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। এরপর তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চষ্টো করেন। এতে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্নোটেক লিমিটেডের কর্মকর্তা জয়দুল বলেন, আমরা সবার চিকিত্সার ব্যবস্থা করেছি। রাস্তায় যান চলাচল ও কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম