Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম

কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

৪ মাস পর রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন স্বাক্ষরে এক আদেশে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

এতে বলা হয় ১ সেপ্টেম্বর ভোর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, বাজারজাতকরণ ও পরিবহণ উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টির নিশ্চিত করেন।

জানা যায়, প্রতি বছরের মতো হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে চলতি বছর প্রথম দফায় ২৫ এপ্রিল থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহণ ও বাজারাজাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। তিন মাস পর ২৫ জুলাই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও এ সময়ের মধ্যে হ্রদে মাছের পোনা বেড়ে না ওঠায় তা ৩১ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়।
পূর্ব সিদ্ধান্ত মোতাবেক এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিপণন ও পরিবহণ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, এর আগে ৮ আগষ্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী শর্ত সাপেক্ষে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার, বাজারজাতকরণ এবং পরিবহণের জন্য উন্মুক্ত করা হলো। রাষ্ট্রিয় বা সরকারি যে কোনো প্রয়োজনে এ মৎস্য শিকার উন্মুক্ত আদেশ রদ বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষিত থাকবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম