Logo
Logo
×

সারাদেশ

শামা ওবায়েদের নামে হত্যা মামলা, নগরকান্দায় বিএনপির বিক্ষোভ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম

শামা ওবায়েদের নামে হত্যা মামলা, নগরকান্দায় বিএনপির বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে দায়ের হওয়া হত্যা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বাজার এলাকায়  বিক্ষোভ মিছিল করেছে কাইচাইল ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠন। 

শনিবার বিকাল ৪টায় কাইচাইল ইউনিয়নের পুড়াদিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কাইচাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু মাতুব্বরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, রূপনগর থানা যুবদল নেতা মোশারফ হোসেন খোকন, কাইচাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি খায়রুজ্জামান মিয়া, বিএনপি নেতা আবুল কাশেম, নিরু মাতুব্বর,আবুল বাসার মেম্বার, জানে আলম, যুবদল নেতা মো. কাইয়ুম মাতুব্বর, আ. সামাদ শরীফ, স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম মাহমুদ সাব্বু, ছাত্রদল নেতা আলী আকবর শরীফ আরমান প্রমুখ।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বক্তারা এ সময় অবিলম্বে শামা ওবায়েদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫০) নিহত হন।

কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনকে আসামি করে নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম