Logo
Logo
×

সারাদেশ

‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে’

Icon

হাটহাজারী (হাটহাজারী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম

‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে’

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সাম্প্রতিক দেশে সৃষ্ট বন্যায় দুর্গতদের জীবন যাত্রার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি তাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ছাড়াও ভাঙ্গনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী ফরহাদাবাদ নাজিরহাট নতুন ব্রীজ এলাকায় হালদা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, আপাতত বন্যার্ত মানুষ বাঁচানো তথা তাদের চিকিৎসা সেবা দেওয়া, ক্ষুধার অন্ন জোগানো আমাদের এখন প্রধান কাজ। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উক্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.সাইফুল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তন্ময় কুমার ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, হাটাজারি মডেল থানার ওসি মো. মনিরুজ্জাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ, সাহেদ-ই-আজম ও মুজিব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম