শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৫:১১ পিএম
কিশোরগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে আবদুল্লাহ (৯) ও তাওহীদ (১০) নামে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চরতেরটেকিয়া এলাকার মাধুয়া ডোবা বিলে এমন ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আবদুল্লাহ উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আর তাওহীদ চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে। তারা দুইজন চর কাওনা রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে অন্যান্য সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ওই দুই শিশু। খেলা শেষে পার্শ্ববর্তী মাথুয়া ডোবা বিলে যায় তারা। এসময় বিল থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে। সাঁতার না জানায় শাপলা ফুল তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। সে ঘটনা অন্যান্য সহপাঠীদের চোখে পড়লে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে ঘটনাস্থলে তাওহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পথে মৃত্যু হয়।
চরফরাদী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।