গাজী গ্রুপের লুট হওয়া বাল্কহেড বিক্রি হচ্ছে কেজি দরে
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০৫ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গাজী গ্রুপের লুট হওয়া মালবাহী বাল্কহেড কেজি দরে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ আগস্ট বাল্কহেডগুলো উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনি বাজার সংলগ্ন নদীর পাড়ের সালাম ইঞ্জিনিয়ারিংয়ের ডকইয়ার্ডে নিয়ে আসা হয়। পরে ৫টি নদীর পানিতে ডুবিয়ে রেখে ১টি কাটা শুরু করে।
শনিবার স্থানীয়রা জানান, চোরাই বাল্কহেডগুলো আনার পর দুইবার মারামারি হয়েছে টাকার ভাগাভাগি নিয়ে। উপজেলা পর্যায়ের নেতা, স্থানীয় নেতা সবাই টাকার ভাগ চায়।
সুবচনি গ্রামের আনিস শিকদার বলেন, নারায়ণগঞ্জ থেকে লুট করে আনা জাহাজ কেটে ট্রাকে ভরে নারায়ণগঞ্জ ও ঢাকার শ্যামপুরের বিভিন্ন রোলিং মিলে কেজি দরে বিক্রি করছে ডকইয়ার্ডের মালিক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, বিষয়টি টঙ্গীবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা এসআই (তদন্ত) শফি উদ্দিন খান জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।