Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবি

টাঙ্গাইলের গালা গ্রামের মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয়।

এতে বক্তব্য দেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩/৪ মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম