Logo
Logo
×

সারাদেশ

কোটা আন্দোলনে নিহত গণির কুলখানিতে বিএনপি নেতারা

Icon

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম

কোটা আন্দোলনে নিহত গণির কুলখানিতে বিএনপি নেতারা

ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর আব্দুল গণির কুলখানিতে অংশ নেন জেলা বিএনপির নেতারা। যুগান্তর

ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর আব্দুল গণির কুলখানিতে অংশ নিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির নেতারা। শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপির আয়োজনে-খানখানাপুর নতুনবাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়ির পাশের মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিহত আব্দুল গণির ছেলে আলামিন শেখ বক্তব্য দেন।

বক্তব্য শেষে মিলাদ ও দোয়া মাহফিলে আব্দুল গণির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রাজধানীর গুলশান-২-এ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আবদুল গণি। গত ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গোপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন তিনি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম