তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে: টুকু
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫১ পিএম
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্ত মানুষের সব দুঃখ দুর্দশা মনিটরিং করছেন। কোথায় কী পরিমাণ ত্রাণসামগ্রী দিতে হবে তার নির্দেশনা দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে।
বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, বিএনপি দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। ইতোপূর্বে স্বৈরাচারী হাসিনার পদত্যাগে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিচ্ছি। তারা যৌক্তিক সময়ে দেশে একটি সুষ্ঠু-অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বন্যাপীড়িত ১২টি আশ্রয়কেন্দ্রে খাদ্য ও ত্রাণ বিতরণ করা হয়। উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন- ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কানন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, দেবিদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক, মো. গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।