Logo
Logo
×

সারাদেশ

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

মাগুরায় সদর উপজেলার ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষে জাতীয়তাবাদী পৌর কৃষক দলের সহ-সভাপতি ওয়াজেদ আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৪ জনকে আহত অবস্থায় মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শিমুল নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ওয়াজেদ আলিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলির মৃত্যু হয়।

নিহত ওয়াজেদ আলি (৫০) মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের তোরাপ আলির ছেলে।

মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা ওয়াজেদ আলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, মৃত্যুর খবর শোনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম