ময়মনসিংহে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদরের এমপি মোহিত উর রহমান শান্তসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
নগরীর চরপাড়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে শিক্ষার্থী ফাহাদ উদ্দিন রিফাত (২৪) বুধবার বিকালে বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন। ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা মিছিল নিয়ে নগরীর টাউনহল মোড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে মিন্টু কলেজ এলাকায় ছায়াবানী সিনেমা হলের সামনে মিছিলে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য তার হাতে থাকা পিস্তল দিয়ে মিছিলে গুলি করলে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সাগর মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৩৫ জন।