Logo
Logo
×

সারাদেশ

ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্য

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:০৬ পিএম

ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্য

ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ভালো এলাকায় ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্যসহ এক গ্রাম পুলিশ সদস্য। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভালো এলাকার মহসিনের ইটভাটায় এ ঘটনা ঘটে। 

আটক ইউপি সদস্যের নাম মো. আখতারুজ্জামান। অন্যদিকে গ্রাম পুলিশ সদস্যের নাম মো. ফরহাদ হোসেন।

স্থানীয় সূত্র জানান, উপজেলা সম্ভাদ ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আখতারুজ্জামান ও গ্রাম পুলিশ মোহাম্মদ ফরহাদ হোসেন সন্ধ্যা ৬টার দিকে শামীম নামের একজনের ইট ভাটায় গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এরপর নগদ আড়াই লাখ টাকাও হাতে নেন তারা। এ সময় স্থানীয় জনতা ওই দুই চাঁদাবাজকে আটক করে ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হস্তান্তর করেন। 

পরে সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য ধামরাই থানার এএসআই মো. আতাউল খানকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

এ বিষয়ে এএসআই আতাউল খান বলেন, ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে আটক করে স্থানীয় জনতা এসিল্যান্ডের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ওই দুইজনকে আমাদের কাছে সোপর্দ করেন তিনি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম