বিজয়নগরে সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের দায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে।
বুধবার বিজয়নগর থানায় বিএনপি নেতা এসএম রাস্টু সরকার নামে একজন বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসন থেকে বাদীর নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে এবং নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে বিজয়নগরে যান। পরে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করেন। এ সময় গাড়ি ভাঙচুরসহ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আহত করেন।
সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃরধা, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তাঁরা দুলি, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সারোয়ার রহমান ভূঁইয়া, বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাইয়িদুল হক, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম খন্দকার আজাদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কামরুজ্জামান রতনসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. সাফায়ত আহমেদ মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে করে জানান, ১৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে এস এম রাস্টু সরকার নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।