Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে ভয়াবহ বন্যায় দুই কোটি টাকার খাদ্যশস্য নষ্ট

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:২১ পিএম

ফেনীতে ভয়াবহ বন্যায় দুই কোটি টাকার খাদ্যশস্য নষ্ট

ফেনীতে ভয়াবহ বন্যায় ৫টি গুদামের প্রায় দুই কোটি টাকার চাল, গম নষ্ট হয়েছে। গত ২১ আগস্ট রাতে ফেনী শহরের ৫টি গুদাম ও সদর উপজেলার ২টি গুদামে পানি ঢুকে গুদামে থাকা ২ হাজার ৬৫৮ মে. টন চাল, ১৪৬ মে. টন ধান ও ৮৬৩ মে. টন গম মজুত খাদ্য সামগ্রীর মধ্যে থেকে এর সমপরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়ে গেছে। 

বর্তমানে ফেনী শহরের ৫টি গুদামের পানি সরলেও ফেনী সদর উপজেলার দুটি গুদামে এখনো প্রায় ৪ ফুট পানি রয়েছে।  সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, গুদাম থেকে পঁচা দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। 

ফেনীর গুদাম কর্মকর্তা মো. শহীদ উল্যাহ যুগান্তরকে জানান, গত ২১ আগষ্ট দুপুরে গুদাম কম্পাউন্ডে বন্যার পানি ঢুকতে দেখে গুদাম মুখে ৪ ফুট উচ্চতায় দেওয়াল তৈরি করি। রাত ১টায় ক্যাম্পাস এলাকায় ৭/৮ ফুট পানি উঠে যাওয়ায় আমরা আর বন্যার পানি ঠেকাতে পারিনি। ৭টি গুদামে থাকা খাদ্যশস্যের প্রায় ১৫% পানিতে নষ্ট হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। 

ফেনী সদর উপজেলার খাদ্য কর্মকর্তা একরামুল হক যুগান্তরকে বলেন, আমাদের সব কর্মকর্তা-কর্মচারী গত ২১ আগস্ট থেকে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এখন উপরের ভালো চালগুলো অন্যত্র সরিয়ে নিয়ে নষ্ট চালগুলো থেকে পৃথক করার চেষ্টা করছি। আমরা একটা চালও নষ্ট করতে চাই না। ইতোমধ্যে কর্মচারীরা ফোম দিয়ে গুদামের পানি মুছে নিচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম