Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:২৭ পিএম

সোনারগাঁয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়িচিনিষ এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় স্বামী হাবিবুর রহমান ও সোমবার সকালে তার স্ত্রী লায়লা বেগমের মৃত্যু হয়। 

দগ্ধ তাদের ছেলে রিফাত হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এলাকাবাসী।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিষ গ্রামের কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে বিল্ডিংয়ের পুরো রুমে ছড়িয়ে পড়ে। পর দিন বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো বিল্ডিংয়ের রুমে ছড়িয়ে পড়ে। এতে রুমের ভেতর থাকা লায়লা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেনের (২৫) গায়ে আগুন লেগে যায়। আগুনে তাদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। 

এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, গ্যাসের আগুনে দগ্ধ দুজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম