Logo
Logo
×

সারাদেশ

জামিনে মুক্ত হলেন মুফতি জসিম উদ্দিন রাহমানী 

Icon

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম

জামিনে মুক্ত হলেন মুফতি জসিম উদ্দিন রাহমানী 

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় দণ্ডিত আসামি কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। 

সোমবার বেলা পৌনে ১২ টায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তিনি ছাড়া পান। 

জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে। 

তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা। 

জানা যায়, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম