মুন্সীগঞ্জে যুবককে গুলি করে হত্যার অভিযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
নিহত নাছির শেখ। ছবি : যুগান্তর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাছির শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মালামত মাদ্রাসাসংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির শেখ উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই সেলিম শেখ বলেন, ফুপাতো ভাইয়ের জমি বিক্রি করার কাস্টমার এনে দেওয়ার কারণে নূরুল ইসলামের ছেলে সেলিম ওরফে বাবু (২৮) ও নয়নসহ (২৫) ৪-৫ জন শনিবার রাত পৌনে ১১টার দিকে মাইক্রোবাসে এসে আমার ভাইকে গুলি করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক আমার ভাই আমাদের ফোন করে জানায় যে, তাকে গুলি করা হয়েছে। আমরা এসে তাকে উদ্ধার করে সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার এসআই মনোয়ার হোসেন বলেন, নিহত নাছিরের গলায় গুলির দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পোস্টমর্টেম হওয়ার পর বলতে পারব তিনি কীভাবে মারা গেছেন।