ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
যুগান্তর প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার রামরাইল নয়নপুরের শাহীন মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্যপাড়ার চঞ্চল (৩৫)। আহতরা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী কোড্ডা গ্রামের প্রবাসী আনোয়ার মাহমুদ বলেন, সড়কের পাশেই আমার বাড়ি। উঠানে দাঁড়িয়েছিলাম হঠাৎ বিকট শব্দে বাইরে এসে দেখি সড়কে লোকজন জড়ো হয়ে আছেন। এগিয়ে গিয়ে দেখি দুজন যুবক মৃত অবস্থায় পড়ে আছেন। পাশেই একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। অটোরিকশাটি আখাউড়া বাইপাস হয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি আখাউড়া উপজেলার দিকে যাচ্ছিল।
বাসুদেব ইউনিয়নের সদস্য মো. সোহরাব মিয়া বলেন, রেললাইনের পাশে একটি দোকানে বসেছিলাম; লোকজনের শোরগোল শুনে এসে দেখি দুর্ঘটনায় দুজন মারা গেছেন।
নিহত শাহীনের চাচাতো ভাই মিয়া হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শাহীনের মরদেহ শনাক্ত করেছি। সকালে সে বাসা থেকে বের হয়েছিল।