Logo
Logo
×

সারাদেশ

বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের খুলে দেওয়া গেট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের খুলে দেওয়া গেট

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়ার ছয় ঘন্টা পর দুপুর দুইটায় সেগুলো বন্ধ করা দেওয়া হয়েছে।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রোববার সকাল আটটায় কাপ্তাই বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছিল।

কাপ্তাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. মাফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই বাঁধের গেট খোলার ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রকল্প সংশ্লিষ্টরা।

বরং পানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা ছিল বলে জানান তারা।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম