শাহরাস্তিতে বন্যায় পানিবন্দি হাজার হাজার মানুষ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম
কয়েক দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এরমধ্যে কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।
পানিবন্দি অনেকেই পার্শবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক কামরুল হাসান বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
শাহরাস্তি উপজেলার দক্ষিণ অঞ্চলের বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে সুচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। বেশ কয়েক বছরের মধ্যে শাহরাস্তিতে এবারের বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক।
উপজেলায় বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খামারিরা। লাখ লাখ টাকার মাছের খামার তলিয়ে যাওয়ায় বহু চেষ্টা করেও রক্ষা করা যায়নি। ধরণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। এছাড়াও গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় অনেক রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই।
অনেকেই গবাদিপশু নিয়ে বিপাকে। সুচিপাড়া কলেজ ও পঞ্চনগর হাই স্কুল আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে ১৭টি পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে শাহরাস্তি পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছি। পানিবন্দি হয়ে পড়েছে বহু লোকজন। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাত না হলেও জোয়ারের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে অনেকেই জানান ফেনী ও কুমিল্লা অঞ্চলের পানি চাপ দেওয়ায় শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে।