Logo
Logo
×

সারাদেশ

বন্যা ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৯:৪৬ পিএম

বন্যা ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়ে তো চুক্তি আছেই; কিন্তু যদি চুক্তি না-ও থাকে তবুও আন্তর্জাতিক আইনের নীতি আছে। যেমন- আপনি কারও ক্ষতি করতে পারবেন না। সহযোগিতা করবেন।

শুক্রবার বিকালে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, উজানের দেশ যারা তাদের ভাটির দেশকে জানানোর কথা- যখন এ রকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছাড়ার দরকার হয়। একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়। মানুষজনকে সরিয়ে নেওয়া যায়। সেটি এবার প্রতিপালিত হয়নি। এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেরকম সব ব্যাপারেই যেন এ রকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়, সেজন্য ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।

এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে বাবার কবর জিয়ারত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম