Logo
Logo
×

সারাদেশ

বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে মারা গেলেন রামগঞ্জের সাগর

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে মারা গেলেন রামগঞ্জের সাগর

ফেনীতে বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন।  শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপি সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেন। এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে উদ্ধার কাজে যান। সেখানে পানিতে ডুবে সাগর মারা যান।

রামগন্জের করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, মোবাইল ফোনে একজন বিষয়টি জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু জানা নেই। এছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। ট্যাগ অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম