Logo
Logo
×

সারাদেশ

চারঘাটের খোকন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম

চারঘাটের খোকন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

রাজশাহীতে হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম, মো. রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন।

দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জোতকার্তিক আদর্শ গ্রামের খোকন আলী (৩৫) হত্যা মামলার আসামি তারা। ২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি জানান, খোকন হত্যাকাণ্ডের পর দিন তার স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২৭ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামের এক আসামির মৃত্যু হয়। পরে মামলায় মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরপর রায় ঘোষণা করা হলো।

রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী এন্তাজুল হক বাবু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম