নাটোরে নিহত ৪ জনের পরিবারে জামায়াতের অনুদান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:১০ এএম
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিবারে আর্থিক সহয়তা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর শহরের বড় হরিশপুরে জেলা জামায়াতের কার্যালয়ে নিহতের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আমির মাওলানা ড. কেরামত আলী, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জাফর গিফারী, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সাবেক আমির অধ্যাপক মো. ইউনুছ আলী।
নাটোরের নিহত ৫ জনের মধ্যে নাটোর শহরের বড়গাছা এলাকার শরিফুল ইসলাম মোহন, মল্লিকহাটির ইয়াসিন আলী, বউবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও সদর উপজেলার তালতলা হাফরাস্তার শাওন খান সিয়ামের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
পরে নেতারা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে নিহত কলেজছাত্র মিকদাদ হোসেন খান আকিব এবং লেদ শ্রমিক শরিফুল ইসলাম মোহনের কবর জিয়ারত করেন। এ সময় জেলার জামায়াত নেতারা ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।