Logo
Logo
×

সারাদেশ

ডুয়েটে ভারতীয় আগ্রাসনবিরোধী বিক্ষোভ মিছিল

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি 

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম

ডুয়েটে ভারতীয় আগ্রাসনবিরোধী বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি ডুয়েট গেইট থেকে শুরু হয়ে জয়দেবপুর প্রদক্ষিণ করে গাজীপুরের শিববাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ বলেন, ছাত্র-জনতার এ সরকার অবিলম্বে দেশের মানুষের ন্যায্য পানির অধিকার আদায় করবে বলে আমরা বিশ্বাস করি৷ 

এ সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে বেশি ষড়যন্ত্র করলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। আমরা চিকেন নেক সম্পর্কে অবহিত। মুরগি গলা চেপে ধরলে নি:শ্বাস বন্ধ হয়ে ছটফট করবে। তাই অনতিবিলম্বে পানির ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. শাহজাহান চৌধুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম