ভারতীয় পাহাড়ি ঢল, বাঁচার আকুতি ফেনীবাসীর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:৫৭ এএম
![ভারতীয় পাহাড়ি ঢল, বাঁচার আকুতি ফেনীবাসীর](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/22/image-841279-1724299077.jpg)
ছবি: সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী। পানিবন্দি জেলার পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের লাখ লাখ মানুষ। সম্পদ রেখে এক কাপড়েই বসতভিটা ছেড়ছে সকলে। একটু নিরাপদ আশ্রয়ের জন্য বাঁচার আকুতি তাদের। খাবার নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার। নেই বিদ্যুৎ সংযোগও।
ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ারসার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে দুর্গত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। বেশিরভাগ এলাকার একচালা ও একতলা পাকাঘর ডুবে গেছে। কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই।
বর্তমানে সেনা ও কোস্টগার্ডের ২৪টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক। রাতভর আতঙ্ক, মানুষের আর্তনাদ আর বন্যার প্রবল বিধ্বংসী রূপ দেখে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের পথে ছুটছে সবাই।