Logo
Logo
×

সারাদেশ

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:২৯ এএম

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার নাম মো. কেরামত মিয়া মজুমদার (৫০)। তিনি উপজেলার পৌরসদরের দাউদপুর উত্তর পাড়া মজুমদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা পানির চাপে গত সোমবার রাত থেকে কুমিল্লার নাঙ্গলকোটের প্রায় ৯০ শতাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসদরের দাউদপুর উত্তরপাড়া এলাকার সঙ্গীয় কয়েকজনসহ কেরামত মিয়া জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে কেরামত মিয়া প্রবল স্রোতে ভেসে আগে থেকে বসানো একটি জালে আটকে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরামত মিয়ার প্রতিবেশী নাতি রিফাত হোসাইন। 

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, এ ব্যাপারে কেউ থানায় অবগত করেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম