ছবি: যুগান্তর
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত্রিপুরা থেকে নেমে আসা খোয়াই নদীর পানি বৃদ্ধিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে উপজেলার অর্ধশত গ্রামের মানুষের মধ্যে। এরই মধ্যে রাজার বাজার এলাকায় বাধঁ উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে। টানা তিনদিনের বর্ষণে উপজেলার ৩০/৩৫টি গ্রামের আউশ ও আমন ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে অনেকের রাস্তাঘাট ও পুকুর। এতে অনেকের মাছের ঘের ভেসে গেছে।
খোয়াই নদীর উজানে ভারতের খোয়াই জেলায় নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দেব দাস নামের এক নারী ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় শামছুল ইসলাম নামে এক ব্যক্তি তলিয়ে গেছেন। ভারতের খোয়াই জেলার সাংবাদিক আশিষ চক্রবর্তী এই তথ্য জানান।
চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় বৃষ্টির পানিতে ৭টি ইউনিয়নের ৩০/৩৫টি গ্রামের ফসল এখন পানির নিচে রয়েছে। তার মধ্যে উজান থেকে নেমে আসা খোয়াই নদীর পানি প্রবেশ করছে অনেক এলাকায়। চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত খোয়াই নদীর ১২টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাধঁ। যেকোনো সময় বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে উপজেলা। বৃষ্টি অব্যাহত থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করছে উপজেলাবাসী।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পানির জন্য খোয়াইসহ জেলার সকল নদীর পানি বাড়ছে।
বুধবার বিকেল ৩টায় নেওয়া রিপোর্ট অনুযায়ী খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপৎসীমার ২১১ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।