Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় শামা-বাবুল গ্রুপের সংঘর্ষে নিহত ১

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম

নগরকান্দায় শামা-বাবুল গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের নগরকান্দার সদরে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানে লুট-পাট ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলা সদরের তেলের পাম্প, ছাগলদীর মোড়, কুমার নদের বেইলী ব্রীজ ও জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুগ্রুপের মধ্যে দফায়-দফায়-ধাওয়া-পালটা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। 
পরে দুই গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ঢাল, সরকি, রামদা-ছ্যানদা, বল্লম, চাইনিজ কুড়াল, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে দুপক্ষের সংঘর্ষ। 

এ সংঘর্ষে কবির ভুঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম