Logo
Logo
×

সারাদেশ

রুবেল হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আতিয়ার ও মধু

Icon

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

রুবেল হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আতিয়ার ও মধু

আতিয়ার রহমান ও মধু মিয়া, ইনসেটে নিহত রুবেল মিয়া

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে রুবেল মিয়াকে হত্যা মামলার মূল দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসেনের আদালতে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে তিনি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পলাশবাড়ী থানার পুলিশ জানায়, গত ১৮ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ীর বোর্ড বাজার এলাকায় আসামি আতিয়ার রহমান ও মধু মিয়াসহ তার লোকজন রুবেল মিয়াকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। 

এ ব্যাপারে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মূল দুই আসামিসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের আরও তথ্য বের করতে পলাশবাড়ী থানার এসআই মিজানুর রহমান আজ দুই আসামিকে রিমান্ডের জন্য আদালতে তুললে ২ দিনের রিমান্ড করে আদালত।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওসাদুজ্জামান জানান, ৬ জনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আদালত ১ ও ২ নম্বর আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম