Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে রাখি বন্ধন উৎসব

জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিলেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিলেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আখাউড়া-আগরতলা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বিজিবি জওয়ানকে রাখি পরিয়ে দিচ্ছেন ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। সোমবার বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-আগরতলা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে (শূন্যরেখায়) সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের হাতে রাখি পরিয়ে দেন ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এ সময় তাদের মিষ্টি উপহার দিয়ে স্বাগত জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এদিন রাখি বন্ধন ঘিরে সীমান্তে উৎসবের আবহ তৈরি হয়।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সীমান্ত এলাকায় দায়িত্বে নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 

এদিন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে দিনটিকে উদযাপন করতে তিনি ছুটে আসেন আখাউড়া-আগরতলা সীমান্তে। আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্যরেখায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন।

তিনি বলেন, প্রতি বছরই দিনটি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে পালন করেন। ২০০৭ থেকে তিনি এ সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের হাতে রাখি পরিয়ে আসছেন। তারা প্রত্যেকেই বাড়িঘর আর স্বজনদের থেকে দূরে থাকেন। তাই এ বিশেষ দিনে যেন তাদের একাকীত্ব অনুভব না হয় সেজন্যই তাদের সঙ্গে এ উৎসবের দিন উদযাপনে ছুটে আসেন তিনি।

এ দিন সীমান্তে নিয়োজিত জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের হাতে মিষ্টি তুলে দিয়ে তাদের রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে ভাই বোনের সম্পর্ককে অটুট রাখার বার্তা দিলেন প্রতিমা ভৌমিক। এতে সৌহার্দপূর্ণ সম্পর্কেরও সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম