ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষ গুলি ভাংচুর অগ্নিসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০২:১৮ এএম
ছবি যুগান্তর
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সোমবার সকালে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ১৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনায় ইউটা ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সমর্থক শতাধিক লোকের একটি মোটরসাইকেলের বহর ওই গার্মেন্ট কারখানার সামনে যায়। তাদের নেতৃত্বে ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জাান শুক্কুর।
অপরদিকে ওই গার্মেন্ট কারখানার বর্তমান ঝুট ব্যবসায়ী শহীদের সমর্থনে অপর একটি গ্রুপ সেখানে আগে থেকেই অবস্থান করছিল। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হলে গুলির মুখে শহীদের গ্রুপ টিকতে না পেরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১৫টি মোটারসাইকেল জ্বালিয়ে দেয় রনি সমর্থকরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি; কিন্তু থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এদিকে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে বিবদমান উভয়পক্ষের কেউ ফোন রিসিভ করেননি।