পটিয়ায় সাবেক এমপিসহ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলির ঘটনায় পটিয়া আসনের সাবেক এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া জমিরিয়া মাদ্রাসার ছাত্র নুরুল জাসান বাদী সাবেক এমপিকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। এতে ৭৯ জনকে এজাহারনামীয় ও ৩শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় সাবেক এমপি ছাড়াও কয়েক ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়। গত ৪ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কয়েক অস্ত্রধারী নেতাকর্মীর ছোড়া গুলিতে প্রায় ৩০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। সাবেক এমপির নির্দেশে যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন ও বালু সাইফুর নেতৃত্বে ছাত্রদের ওপর গুলি করার ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ৪ আগস্ট উপজেলা পরিষদের পটিয়া আসনের সাবেক এমপি মোতাহেরুল ইসলামের নেতৃত্বে তার কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ সহকারে মুন্সেফবাজার এলাকা অতিক্রম করার সময় শিক্ষার্থীদের মিছিলে গুলি ছোড়া হয়। সেই সময় গুলি করার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে ১৮ জুলাই শিক্ষার্থীরা মিছিল শুরু করলে এমপি মোতাহেরের নির্দেশে ডিএম জমির উদ্দিন ও বালু সাইফুর নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় কলেজগেটস্থ বিএনপি অফিস ভাঙচুর করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম ৫ আগস্টের পর পালিয়ে ভারত সীমান্তে বেনাপোল এলাকায় অবস্থান করছেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, শিক্ষার্থীদের ওপর গুলি ও বিএনপি কার্যালয় ভাঙচুর করার ঘটনায় সাবেক এমপি মোতাহেরুল ইসলাম জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আমরা দুটি ঘটনার আগে ও পরের ভিডিও এবং ছবি সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করেছি।