Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে বাড়ি লুটের বিচার চেয়ে মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম

কেরানীগঞ্জে বাড়ি লুটের বিচার চেয়ে মানববন্ধন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইব্রাহিম কার্দি ও তার পরিবার।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার মানববন্ধনে এসব অভিযোগ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে মো. ইব্রাহিম কার্দি অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু ব্যক্তি বাড়িতে হামলা ও লুটপাট করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা, একটি মোটরসাইকেল, ফ্রিজসহ আরও অনেক কিছু নিয়ে যায়। তাছাড়া জমির মূল দলিল, ব্যবসার ডিড-ডকুমেন্সসহ সব প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে দুর্বৃত্তরা। আমি ও আমার পরিবার নিয়ে জীবন রক্ষার্থে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। 

আমার বসতবাড়িটি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে ও আমাদের সম্পদ দখলের পাঁয়তারা করেছে। এর আগেই আমার সঙ্গে জমিসংক্রান্ত দেওয়ানি মোকদ্দমা মামলার ৩৫৮/২০২০ এই জমির রায় ও ডিগ্রি আমার পক্ষে আসার পর থেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে দুর্বৃত্তরা।

ইব্রাহিম কার্দি অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের সহায়তায় লুট হওয়া মালামাল ফিরে পেতে এবং জানমালের নিরাপত্তার দাবি করেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম