মহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আব্দুস শুক্কুর মনু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে মোস্তারী বেগম (২০)।
মোস্তারীকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার কালারমারছড়ার ঝাপুয়ার বালাগুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা জজ আদালতের আইনজীবী শাহাজাহান ফারুল জানান, সকালে ঘরে ভাত খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে বাড়ির রান্নাঘরে মাটিচাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারী বেগম গুরুতর আহত হয় হন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সরেজমিন খোঁজখবর নেওয়া হবে।
প্রসঙ্গত গত কয়েক দিন ধরে মহেশখালীতে টানা বৃষ্টি হচ্ছে। এ নিয়ে দ্বীপের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ি পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান স্থানীয়রা।