Logo
Logo
×

সারাদেশ

সাতজনকে গুলি করে হত্যা, সাবেক এসপি মঞ্জুরুলের বিরুদ্ধে মামলা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম

সাতজনকে গুলি করে হত্যা, সাবেক এসপি মঞ্জুরুলের বিরুদ্ধে মামলা

২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমানসহ সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ছাড়াও সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন ওসি মো. ইনামুল হককে আসামি করা হয়েছে। 

সোমবার সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

দায়েরকৃত মামলার আসামিরা হলেন- ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এসএম ইউসুফ সুলতান, ডিবির আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মো. বাবর আলী, এসআই আবুল কাশেম, এসআই হুমায়ূন কবীর, এসআই বিধান কুমার বিশ্বাস, এসআই ইয়াছিন আলী, এসআই আব্দুল হান্নান, এসআই হান্নান শরীফ, এসআই আবুজার গিফারী, কনস্টেবল হাবিবুর রহমান, এএসআই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, কনস্টেবল বেলায়েত হোসেন, কনস্টেবল জিল্লুর রহমান, কনস্টেবল বাবুল হোসেন, কনস্টেবল ফারুখ হোসেন, কনস্টেবল শেখ আলম, কনস্টেবল রাসেল মাহমুদ, কনস্টেবল ওমর ফারুক, কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল আবিদুর রহমান, কনস্টেবল আসাদুজ্জামান, কনস্টেবল বদরুল আলম ও তৎকালীন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওরঙ্গজেব বাবলা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. ইনামুল হকের নেতৃত্ব অভিযান পরিচালনার নামে তৎকালীন ছাত্রশিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ সময় মেসে থাকা আরও ছয়জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ কাছ থেকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন মামলাটি আমলে নেয়নি। এখন আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম