শিক্ষকদের বেতন না দিয়ে মামলার হুমকি, প্রতিবাদে সড়ক অবরোধ
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
গাজীপুরে মডেল ইনস্টিটিউট পলিটেকনিকের শিক্ষক ও কর্মচারীদের প্রায় ২ বছর ৬ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া প্রদানের দাবিতে শিক্ষকদের পক্ষ থেকে বেতনের দাবি করা হলে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মান্নান ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষক প্রতিনিধিদের মামলা এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।
প্রতিবাদে সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর শিমুলতলী জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মডেল ইনস্টিটিউট পলিটেকনিকের টেলিকমিউনিকেশন ইঞ্জিন ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার সজিব খান বলেন, আমাদের প্রতিষ্ঠানে এতদিন শিক্ষক-কর্মচারীদের পক্ষে কথা বললেই চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের দীর্ঘদিনের বেতন বকেয়া রাখা হয়েছে। ৬টি ঈদের বোনাস দেওয়া হয়নি। বেশ কয়েক বছর ধরে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। আমরা রোববার সবাই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের প্রধান প্রফেসর মান্নানের কাছে লিখিত দাবি জানাই। তিনি আমাদের সঙ্গে ওই দিন বিকাল তিনটায় মিটিং করার কথা বললেও উপস্থিত না হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের মামলার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে আমাদের সমস্যা সমাধান করুক।