Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০৫ পিএম

ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে গুলি, দোকান ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে এ মামলা করা হয়।

রোববার চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলাটির আবেদন করেন উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. জাহেদ। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আবেদনটি আমলে নেন এবং তা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনসহ ৭৩ জনকে আসামি করা হয়।

চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান জানান, আদালত মামলাটি আমলে নিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম